ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিশালী করে আ’লীগকে বিজয়ী করতে হবে’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২৯ আগস্ট ২০১৮

 

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।     

বুধবার (২৯ আগস্ট) কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সালামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা ইমদাদুল হক।

এতে প্রধান বক্তা ছিলেন, কালিয়া পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা একরামুল হক টুকু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন।  

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীদুল ইসলাম শাহী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামী লীগের  সদস্য ওয়াহিদুজ্জামান হিরা, ফিরোজ আহম্মেদ হিরু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউছুল আজম মাসুম, কালিয়া পৌর সভার সাবেক মেয়র বিএম ইমদাদুল হক টুলু, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম শাহিন, কালিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি আক্তার, পুরুলিয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে রুপান্তর করে আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূলের নেতাকর্মীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।   

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি